Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্ব নবী দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা

বিশ্ব নবী দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা

Nabi dibas


বীরভূম:

বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিতে বিগত ২৪ বছর ধরে বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর মখ্দুম আশরফ সমিতি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। কখনও রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, রোগীদের ফল বিতরণ, আবার কখনও বৃক্ষরোপণ কর্মসূচি। তাই আগামী ১৬ সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস উপলক্ষে ইসলামপুর মখ্দুম আশরফ সমিতির উদ্যোগে আজ ইসলামপুরের বোলতলা আস্তানার শেডে কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হল। 


এদিন দুবরাজপুর ও ইসলামপুরের শতাধিক কচিকাঁচারা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। অঙ্কন প্রতিযোগিতার তিনটি বিষয় ছিল। যথাক্রমে 'ক' বিভাগের গ্রাম্য জীবন বা আমাদের গ্রাম, 'খ' বিভাগের স্বচ্ছ ভারত এবং 'গ' বিভাগের চাঁদের বর্তমান সমাজ ও নারী সুরক্ষা। তিনটি বিভাগে এই প্রতিযোগিতা হয়। তিনটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হল মখ্দুম আশরফ সমিতির পক্ষ থেকে। তাছাড়াও প্রত্যেক প্রতিযোগীকে একটি করে মেডেল দেওয়া হয়। 



এদিন উপস্থিত ছিলেন অঙ্কন শিক্ষক তারক হাজরা ও স্বপন দাসবৈষ্ণব সহ মখ্দুম আশরফ সমিতির সদস্যরা। এই সমিতির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান ডিজিটাল যুগে কচিকাঁচারা মোবাইলের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। খেলাধূলা বা আঁকা আঁকির দিকে মন সেরকম নাই। তাই তাদের উৎসাহিত করতে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code