Derailed Goods Train: এবার উত্তরবঙ্গ, ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি


Derailed Goods Train



এবার উত্তরবঙ্গ, ময়নাগুড়িতে আজ সকালে লাইনচ্যুত হল একটি মালগাড়ি। স্থানিয়রা জানান হঠাৎই বিকট শব্দ হয়। স্থানীয়রা ছুটে এসে দেখে মালগাড়ির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গেছে । এর ফলে ওই জায়গায় একটা বিশাল আতঙ্কর পরিবেশ সৃষ্টি হয়।

তবে আপাতত কোন আহত নিহতের খবর নেই। তবে কেন এমনভাবে লাইনচ্যুত হল তা খতিয়ে দেখছে রেলদপ্তর।


এদিন স্টেশনে ঢোকার মুখেই ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি। মালগাড়িটি অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল বিভাগ।

জানা গিয়েছে, জলপাইগুড়ি ময়নাগুড়ি রেলস্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয় মালগাড়িটি। অসম থেকে এনজেপির দিকে যাচ্ছিল গাড়িটি। বেশ কয়েকটি বগি ছিটকে যায়। লাইন থেকে নেমে যায় চাকা। এর জেরে ওই রুটে সকাল থেকে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছতে শুরু করেছেন।

তবে একের পর এক রেলের ক্ষেত্রে এমন ঘটনা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে রেলদপ্তরকে।