দিনহাটা শহরের নামি হোটেল থেকে ১১জন জুয়ারী ও ২ লক্ষাধিক টাকা উদ্ধার
দিনহাটাঃ
দিনহাটা শহরের নামি হোটেল থেকে ১১জন জুয়ারী ও ২লক্ষাধিক টাকা উদ্ধার করল পুলিশ। সোমবার রাত আনুমানিক ১১টা ৪৯ মিনিট নাগাদ দিনহাটা থানার তরফে এই খবর জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা শহরের একটি নামি হোটেল থেকে ১১ জন জুয়াড়ি কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২ লক্ষ ২১ হাজার ৫৩৫ টাকা এবং তিন টি তাস এর প্যাকেট উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ।
আরও জানা যায় হোটেল এর রুম ভাড়া নিয়ে তারা সকলে অবৈধ ভাবে জুয়া খেলছিল। এরপর হোটেল ম্যানেজার এবং বাকি কর্মচারীদের সহযোগিতায় ১১জন জুয়ারীকেই গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
দিনহাটা থানার পুলিশ এর পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। দিনহাটা থানার তরফে বলা হয় যে যদি সমাজের সাধারণ মানুষ একইভাবে পুলিশকে সাহায্য করে তবে শুধু জুয়ারী নয় সমাজের অসামাজিক কাজের সাথে যুক্ত খারাপ মানুষদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করতে পারবে পুলিশ।
পুলিশের তরফে আরও জানা গেছে যে অবৈধ জুয়ার বিরুদ্ধে এই ধরনের অভিযান চলবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊