Delhi New CM: দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা

Delhi new cm



দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়ে জেল মুক্ত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আর জেলমুক্তির দুদিনের মধ্যে দিল্লীর মুখ্যমন্ত্রী পদে থেকে ইস্তফা ঘোষনা করেন কেজরিওয়াল। এই পরিস্থিতিতে আজ নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষনা হলো। নয়া মুখ্যমন্ত্রী করা হলো অতিশী মারলেনাকে। 



এদিন অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে দিল্লিতে পরিষদীয় দলের বৈঠক হয়। ওই বৈঠকে অতিশী মারলেনার নাম প্রস্তাব করা হয়। তাতে সম্মতি দেন সকলেই। এই তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন কোনও মহিলা। 



অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ শিসোদিয়া জেলে থাকাকালীন অর্থ, পূর্ত, শিক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন অতিশী। এমনকী দিল্লিতে জল সঙ্কটের সময়ও সামাল দিয়েছিলেন তিনি। ৪৩ বছর বয়সী অতিশী মারলেনা বর্তমানে দেশের সর্ব কনিষ্ঠ মুখ্যমন্ত্রী। সারাদেশের মধ্য়ে বর্তমানে দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রীও অতিশী মারলেনা।