স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবকের দেহ খুঁজতে নামানো হল সিভিল ডিফেন্স কর্মীদের

RIVER



সিতাই:

সিঙ্গিমারি নদীর আদাবাড়ি ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবকের দেহ খুঁজতে নামানো হল সিভিল ডিফেন্স কর্মীদের।

মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ সিভিল ডিফেন্স কর্মীরা এসে নৌকা এবং স্পিড বোর্ডে সিঙ্গিমারী নদীর আদাবাড়ি ঘাটের চারিদিকে তলিয়ে যাওয়া দেহ খুঁজতে প্রচেষ্টা চালায়।

প্রসঙ্গত গতকাল বিকেল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টা নাগাদ গোসানিমারী এলাকার ৮ জন বন্ধু মিলে সিঙ্গিমারী নদীর আদাবাড়ি ঘাটে ঘুরতে এসে স্নান করতে নামে। এরপর বছর কুড়ির সুশান্ত সাহা নামে এক বন্ধু নদীর গভীর জলে তলিয়ে যায়। সেই অবস্থায় আতঙ্কিত হয়ে বাকি বন্ধুরা স্থানীয়দের ডেকে নিয়ে এসে নদীর চারিদিকে বহু খোঁজাখুঁজি করেও খোঁজ পায়নি সুশান্তর।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানার পুলিশ এবং পুলিশের উপস্থিতিতেও খোঁজ চালানো হলেও নিখোঁজ যুবকের খোঁজ পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সিভিল ডিফেন্স কর্মীরা প্রচেষ্টা চালিয়েও এখনো পর্যন্ত নদীর জলে তলিয়ে যাওয়া নিখোঁজ সুশান্তর দেহ খুঁজে পায়নি। তবে এই খবর লেখা অবধি নদীর জলে তলিয়ে নিখোঁজ সুশান্তর দেহ খুঁজতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সিভিল ডিফেন্স কর্মীরা।