ছাত্রদের দাবি মেনে অভিক দের জন্য দরজা বন্ধ করলো বর্ধমান মেডিক্যাল কলেজ

Burdwan news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

ছাত্রদের দাবি মেনে অভিক দের জন্য দরজা বন্ধ করলো বর্ধমান মেডিক্যাল কলেজ। ছাত্রদের দাবি মেনে অভিক দে, বিশাল সরকার এবং অভিকসিতা সাহা,এই তিন জনের জন্য পুরোপুরি দরজা বন্ধ করলো বর্ধমান মেডিক্যাল কলেজ।

আরজিকরের অডিটরিয়ামে লাল জামা পড়া যে ব্যাক্তিকে দেখা গেছে তিনি হলেন অভিক দে। বর্ধমানের বাসিন্দা এই ব্যাক্তি বর্ধমান মেডিক্যাল কলেজেও একটি র‌্যাকেড চালাতো। সাম্প্রতিক অভিক দের বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি সহ একাধিক তৃণমূল নেতাদের সাথে ছবি পোস্ট করতে দেখা গেছে সোশাল মিডিয়ায়।এর পর-ই উত্তেজনা ছড়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে।

অভিক দে, বিশাল সরকার ,অভিকসিতা সাহা, যাতে বর্ধমান মেডিক্যাল কলেজে আর ঢুকতে না পারে সেই দাবি সহ মোট ছয় দফা দাবিতে সকাল 11টা থেকে প্রিন্সিপালকে ঘিরে রাখে বর্ধমান মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। রাত্রি দশটার পর ছাত্রদের দাবিতে শিলমোহর দেয় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।