Bihar: ভাসছে বিহার, ধসে পড়ছে একের পর এক বাড়ি


Bihar: ভাসছে বিহার, ধসে পড়ছে একের পর এক বাড়ি
photo: social media


অবিরাম বৃষ্টিতে বানভাসী বিহার ও উত্তরপ্রদেশ। বিহারে বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গানদীর (Ganga River) জল। প্রায় ১২টি জেলার ১৩.৫ লক্ষ মানুষ ভয়াবহ ক্ষতির মুখে।

ভাগলপুর জেলার সবুর ব্লকে অবস্থিত মামলাখা পঞ্চায়েতের বেশ কয়েকটি বাড়ি গঙ্গা নদীর (Ganga River) জল বৃদ্ধির কারণে ধসে পড়েছে। বন্যা পরিস্থিতির উপর নজর রেখছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ভাগলপুরে বাড়িগুলো একের পর এক ধসে পড়ছে।

সোমবার বিহারের অতিরিক্ত মুখ্য সচিব প্রত্যয় অমৃত ১২টি জেলার অবস্থা নিয়ে একটি রিভিউ বৈঠক করেন। বন্যা পরিস্থিতির উপর নজর রেখেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মামলাখা জেলার ১০টি বাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। 

Bihar: ভাসছে বিহার, ধসে পড়ছে একের পর এক বাড়ি
photo: social media

অন্যদিকে বানভাসী উত্তরপ্রদেশ। ২১ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কানপুরে পাণ্ডু নদীর জলে প্লাবিত ১৩টি গ্রাম। প্রায় ১৫ হাজার মানুষ ক্ষতির মুখে। ফসলের ক্ষতি হয়েছে। আগামী পাঁচদিন পরিস্থিতির কোনও হেরফের হবে না বলে জানিয়েছে মৌসম বিভাগ। রাজ্যের ২২ টি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Bihar: ভাসছে বিহার, ধসে পড়ছে একের পর এক বাড়ি
photo: social media

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে অবিরাম বৃষ্টিতে বন্যার চেহারা নিয়েছে বিহার। অস্বাভাবিক হারে জলস্তর বৃদ্ধি পেয়েছে। বন্যাকবলিত জেলায় বন্ধ থাকা ৬০০ টিরও বেশি সরকারি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বন্যার কারণে তিলকা মাঞ্জি ভাগলপুর বিশ্ববিদ্যালয়, ভাগলপুরের সবুরের বিহার কৃষি বিশ্ববিদ্যালয় এবং মুঙ্গেরের মুঙ্গের বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করা হয়েছে।