Latest News

6/recent/ticker-posts

Ad Code

Civic Volunteers: সিভিক ভলান্টিয়ারদের শৃঙ্খলার পাঠ দিতে এবার ৪৫ দিনের কোর্স !

Civic Volunteers: সিভিক ভলান্টিয়ারদের শৃঙ্খলার পাঠ দিতে এবার ৪৫ দিনের কোর্স !

course




সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) আচরণ নিয়ে বিভিন্ন সময়ই বিভিন্ন অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী নিজেও অনেকবার বিভিন্ন বিষয় নিয়ে সতর্ক করেছেন। গাড়ির কাগজ দেখার অধিকার যে সিভিক ভলান্টিয়ারদের নেই তা, নিজেই জানিয়েছিলেন। সম্প্রতি আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ও পেশায় সিভিক ভলান্টিয়ার ছিলেন।


যাইহোক, এবার সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) শৃঙ্খলার পাঠ দিতে উদ্যোগী হলো রাজ্য। সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। জানা গেছে, আইন-শৃঙ্খলার দায়িত্ব কীভাবে সামলাতে হয়, চাকরির সময় কীরকমভাবে শৃঙ্খলাপরায়ণ হিসাবে থাকা উচিত, কী করা উচিত ও কী করা উচিত নয়, বিভিন্ন আইনের ধারায় কী কী বলা আছে, এ সব বিষয়েই বিশদে পাঠ দেওয়া হবে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) ।


জানাগেছে, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) যৌথভাবে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ চলবে ৪৫ দিন ধরে। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই এই প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রয়েছে বলে খবর।


সংবাদে প্রকাশ, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে এবিষয়ে উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন।


প্রসঙ্গত, এই ৪৫ দিনের কোর্সে সিভিক ভলান্টিয়ারদের আইনশৃঙ্খলার দায়িত্ব সামলানো থেকে শুরু করে নিয়ম-শৃঙ্খলা মানা পর্যন্ত সবকিছু নিয়েই প্রশিক্ষণ দেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে কী করণীয় এবং কোন কাজ করা উচিত নয় তা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code