Latest News

6/recent/ticker-posts

Ad Code

৮ দফা দাবিতে বিধায়কের নিকট দিনহাটা কোচবিহার রেল যাত্রী অ্যাসোসিয়েশন

৮ দফা দাবিতে বিধায়কের নিকট দিনহাটা কোচবিহার রেল যাত্রী অ্যাসোসিয়েশনের  

Deputation


দিনহাটা কোচবিহার রেল যাত্রী সমিতির কোচবিহার ইউনিটের তরফে কোচবিহার স্টেশনের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকের কাছে তৃতীয় বারের মত দাবি পত্র জমা করা হয়েছিল গত ১৮ই আগস্ট, ২০২৪[প্রথম দেওয়া হয়েছিল ১২/০৮/২০২৩ (২৬ শে শ্রাবণ, ১৪৩০) এ]। দাবিগুলোর মধ্যে প্রধান ছিল উত্তর বঙ্গ এক্সপ্রেস কে কোচবিহারে স্টপেজ, জনপ্রিয় বামনহাট-শিলিগুড়ি জংশন প্যাসেঞ্জার (কোচবিহার, ফালাকাটা, নিউ ময়নাগুড়ি, জলপাইগুড়ি রোড ইত্যাদি হয়ে); হরিনচওড়া, ব্যাঙচাতড়া, বিবেকানন্দ রোড ইত্যাদি রেলগেটে আন্ডার পাস অথবা ফ্লাই ওভার, আলিপুরদুয়ার জংশন- কামাক্ষ্যা (ভায়া নিউ কোচবিহার) ইন্টারসিটি পুনরায় চালু করা, মহানন্দা এক্সপ্রেস ট্রেন কে বামনহাট (কোচবিহার স্টেশনে স্টেপেজ সহ) অবদি চালু করা ইত্যাদি দাবি সহ মোট ৮ দফা দাবি। 



কোচবিহার স্টেশনে পুনরায় আলাদা ও পূর্ন সময়ের রিজার্ভেশন কাউন্টার চালু, অন্যান্য এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, নতুন একটি লাইন (ডবল লাইন), উত্তর দিকের রেলগেটে আন্ডারপাস চালু ইত্যাদি দাবিও ছিল। এখনও অবদি কোন দাবি র পূর্নতার কোন উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। 



এই পরিস্থিতিতে কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের কোচবিহার ইউনিট কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দের কাছে এই সমস্ত দাবি নিয়ে দরবার করেন। উপস্থিত ছিলেন আহ্বায়ক অধ্যাপক (ড.) রাজা ঘোষ, তাপস বর্মন, ধীরেন্দ্রনাথ রায়, হীরক কুমার দাস ও অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code