Latest News

6/recent/ticker-posts

Ad Code

'কোন অজুহাত চাই না, দ্রুত দোষীদের শাস্তি হোক এটাই চাই'- উদয়ন গুহ

'কোন অজুহাত চাই না, দ্রুত দোষীদের শাস্তি হোক এটাই চাই'- উদয়ন গুহ 

dinhata protest
বিক্ষোভ মিছিল



দিনহাটা:

আর জি কর কাণ্ডে (R G Kar) দোষীদের ফাঁসির দাবিতে দিনহাটাতে বিক্ষোভ মিছিল কমল গুহ স্মৃতি রক্ষা কমিটির, নেতৃত্বে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

রবিবার রাতে দিনহাটা শহর পরিক্রমা করে এই বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। এদিন এই মিছিল উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দীপক কুমার ভট্টাচার্য, বিশু ধর, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেশ্বরী ছাড়াও দিনহাটার বিশিষ্ঠ চিকিৎসক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

এদিনের বিক্ষোভ মিছিল বিষয়ে উদয়ন গুহ বলেন- 'RG Kar কাণ্ডে দোষীদের শাস্তি প্রদানের তদন্তে পুরো ভার সিবিআই এর। তাই সিবিআই সঠিক ভাবে তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তি প্রদান করুক। অনেকে বলার চেষ্টা করছেন যে প্রমাণ লোপাটের চেষ্টা করছে, যদি কেউ প্রমাণ লোপাট করে থাকে তাকে গ্রেপ্তার করুক। যে প্রমাণ লোপাট করবে সেও দোষী, তারও শাস্তির দাবি জানাই। তবে আমরা টালবাহানা চাই না, কোন অজুহাত চাই না। সঠিক তদন্ত করে দ্রুত দোষীদের শাস্তি হোক এটাই চাই।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code