বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতের জামাই ইউনুস, আনন্দ মুখর শ্বশুরবাড়ির এলাকা
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-
অশান্ত বাংলাদেশকে শান্ত করতে পারবে বর্ধমানের জামাই এমনই দাবি শ্বশুর বাড়ির পরিবারের।
বাংলাদেশে জ্বলছে আগুন। সেনা প্রধানের কথা মতো প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা । এরপরই গোটা দেশের শাসনভার যায় সেনার হাতে। বর্তমানে পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে।এর পরেই প্রধানমন্ত্রীর আসনে কে বসবেন তা ঘিরে চলে কৌতুহল।ঘোষণা হয় ২০০৬ এর নোবেল জয়ী ইউনুসকে করা হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী। আর এই খবর শোনা মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়েন ইউনুসের শ্বশুরবাড়ির লোকজন। এই মুহূর্তে উৎসবের আমেজ দেখা যাচ্ছে হবু প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি বর্ধমানের লস্কর দিঘি এলাকায়।
ইউনুসের স্ত্রী আফরোজা বেগমের ভাইয়ের ছেলে মহম্মদ কলিমুদ্দিন সাহেব বলেন ইউনুস সাহেব প্রধানমন্ত্রী হলে ভালো হবে। তিনি অতি শান্ত প্রকৃতির মানুষ।1953 সালে পূর্ব বর্ধমানর লসকর দিঘীর বাসিন্দা আফরোজার সাথে তার বিয়ে হয়। আফরোজা বর্ধমানের রাজ কলেজ থেকে স্নাতকোত্তর হন।এর পর পরিবারের সাথে আফরোজা বাংলাদেশে যান। সেখানেই নোবেল জয়ীর সাথে তার বিয়ে হয়। বিয়ের পরেও কয়েকবার বর্ধমানে আসেন ইউনুস ও আফরোজা।
ইউনুসের শ্যালক আসফাক হোসেনর সাথে কথা বলতে গেলে দেখা যায় বাড়ির দড়জা ভিতর থেকে বন্ধ।আসফক সাহেব বাড়িতে নেই বলে ভিতর থেকেই জানান এক মহিলা। তবে বর্ধমানের জামাইয়ের প্রধানমন্ত্রী হওয়ার কথা শুনেই আনন্দিত স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সৈয়দ আশরাফ উদ্দিন আহমদ সাহেব বলেন এই খবর শোনা মাত্রই আনন্দ দেখা যায় গোটা এলাকায়। অশান্ত বাংলাদেশকে শান্ত করতে পারবেন বলে জানান তিনি।
0 মন্তব্যসমূহ
thanks