Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিতাভোগ মিহিদানা পছন্দ করেন জামাইবাবু ইউনুস, প্রধানমন্ত্রী হচ্ছেন আনন্দিত শ্যালক

সিতাভোগ মিহিদানা পছন্দ করেন জামাইবাবু ইউনুস, প্রধানমন্ত্রী হচ্ছেন আনন্দিত শ্যালক 

Yunus



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

বর্ধমানের সিতাভোগ মিহিদানা বড়োই পছন্দ করেন জামাইবাবু। আর তাই এবার শীতে জামাইবাবুর জন্য বর্ধমান থেকে সোজা বাংলাদেশ নিয়ে যাবেন মিহিদানা। বৃহস্পতিবার বিকেলে নিজস্ব বাস ভবনে বোসে এমনটাই জানালেন বাংলাদেশের নোবেলজয়ী ইউনুসের শ্যালক আসফাক হোসেন।

সাম্প্রতিক বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হয়।ছাত্র আন্দোলনের মাঝেই প্রধানমন্ত্রী সেখ হাসিনার পদত্যাগের দাবিতে সরব হন যুব সমাজ। আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। মৃত্যু হয় একাধিক ছাত্র ছাত্রী, পাশাপাশি নিহতের সংখ্যাও কম নয়।এর মাঝে সেনাবাহিনী কথা মতো প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেখ হাসিনার পদত্যাগের পর প্রধানমন্ত্রীর পদে কে বসবেন সে বিষয়ে জল্পনা শুরু হয়। ঘোষনা হয় প্রধানমন্ত্রী হবে বর্ধমানের জামাই ইউনুস সাহেব।আর এই সংবাদ পাওয়ার পরই আনন্দে মেতে ওঠেন বর্ধমান লস্কর দিঘির বাসিন্দারা।কারন ইউনুস সাহেব হলেন পূর্ব বর্ধমান জেলার লস্কর দিঘি এলাকার জামাই।

ইউনুস সাহেবের শ্যালক আসফাক হোসেন বলেন 2006 সালে জামাইবাবু নোবেল জয়ী হন। দিদি জামাইবাবুর সাথে তাদের সম্পর্কও ভালো। জামাইবাবু অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনুস সাহেব বর্ধমানের সিতাভোগ মিহিদানা খেতে খুব পছন্দ করেন।তাই এবার শীতে জামাইবাবু ইউনূসের জন্য বর্ধমান থেকে বাংলাদেশে সিতাভোগ মিহিদানা নিয়ে যাবেন শ্যালক আসফাক হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code