ঐতিহাসিক জয়, স্পেনকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ জয় ভারতের
ঐতিহাসিক জয়, স্পেনকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ জয় ভারতের।
ঐতিহাসিক জয়, স্পেনকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ জয় ভারতের। আজ হকিতে স্পেনের বিরুদ্ধে ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে নেমেছিল ভারতীয় হকি টিম। হরমনপ্রীত সিংহের করা জোড়া গোলে স্পেনকে ২-১ গোলে হারিয়ে টোকিয়োর পর প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ পেল ভারতের পুরুষ হকি দল।
প্রথম কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি পায় স্পেন। ১৮ মিনিটের মাথায় অধিনায়ক মার্ক মিরালেস গোল করে স্পেনকে এগিয়ে নিয়ে যায়। ভারত পেনাল্টি কর্নার পেলেও গোল শোধ করতে পারেনি। তবে দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে ৩০ মিনিটের মাথায় গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ।
এরপর তৃতীয় কোয়ার্টারে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীতই। পেনাল্টি কর্নার থেকেই ৩৩ মিনিটের মাথায় গোল করেন হরমনপ্রীত। সেই গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দিল। অলিম্পিক্সে হকিতে ১৩তম পদক এল দেশে। প্যারিস অলিম্পিক্সে এটি চতুর্থ পদক ভারতের।
চতুর্থ পদক জয়ের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আগামী প্রজন্মও এই পদক জয় উপভোগ করবে। অলিম্পিক্সে ভারতের হকি দল উজ্জ্বল ছাপ রেখে গেল। তারা ব্রোঞ্জ নিয়ে এল। পর পর দুটি অলিম্পিক্সে ব্রোঞ্জ পেল ভারত। প্রতিভা এবং দক্ষতার ছাপ রাখল খেলোয়াড়েরা। শুভেচ্ছা সকলকে। হকির সঙ্গে ভারতীয়দের যোগ বহু দিনের। এই পদক জয় আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।”
0 মন্তব্যসমূহ
thanks