দুবরাজপুর ইউটিউব কমিউনিটির ডাকে প্রতিবাদ মিছিল
বীরভূম, দুবরাজপুর:
সোস্যাল মিডিয়ায় যাঁরা সবসময় এক্টিভ থাকেন এবং যাঁরা বিভিন্ন ধরনের কনটেন তৈরি করে মানুষকে আনন্দ দেন এবার তাঁরা একজোট হয়ে আরজি করে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে মিছিল করলেন দুবরাজপুর শহরে।
বীরভূম জেলার দুবরাজপুরের ইউটিউব কমিউনিটি এবং ইনফ্লুয়েন্সারদের ডাকে তিলোত্তমার ন্যায় বিচারে পদযাত্রা করা হয়। তাঁদের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর...। এদিন এই প্রতিবাদ মিছিল দুবরাজপুরের পাহাড়েশ্বর শিব মন্দির থেকে শুরু করে কামারশাল মোড় দিয়ে সারদা ময়দান পর্যন্ত পৌঁছায়। এই মিছিলে সোস্যাল মিডিয়ার ইউটিউব এবং ইনফ্লুয়েন্সার ছাড়াও শতাধিক যুবক যুবতী হাজির ছিলেন।
পাশাপাশি মিছিলের অগ্রভাগে হুইল চেয়ার নিয়ে একজন বিকলাঙ্গ প্রতিবাদী নারীকেও দেখা গেল। তাঁদের এই মিছিলে স্লোগান ছিল "একটাই ডাক, একটাই দাবি -- তিলোত্তমার বিচার বাকি"। মহম্মদ আজহার উদ্দিন ওরফে আজু যিনি সোস্যাল মিডিয়ায় গুরুজি নামে খ্যাত তিনি জানান, আমাদের এই প্রতিবাদ করার একটাই উদ্দেশ্য সেটা হল তরুণী চিকিৎসক খুনের ঘটনায় যাঁরা দায়ী তাঁদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊