টলিউড নিয়ে বিস্ফোরক ঋতাভরী, মুখ্যমন্ত্রীর কাছে চাইলেন তদন্ত
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসককে ধর্ষন ও খুনের ঘটনায় যখন উত্তাল রাজ্য এর মধ্যেই হেমা কমিটির রিপোর্টকে কেন্দ্র করে তোলপাড় মালয়ালম সিনেমা জগৎ। এমন পরিস্থিতিতে বাংলা ইন্ডাস্ট্রির যৌন হেনস্তা নিয়ে বিস্ফোরক ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।
সোমবার সোশাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দেন ঋতাভরী। সেই পোস্টে টলি ইন্ডাস্ট্রিতে মালায়ম ইন্ড্রাস্ট্রির মতো পদক্ষেপ কেন নেওয়া হয় না তা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী। নিজের পোস্টের শেষের দিকে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেন ঋতাভরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান তিনি।
অভিনেত্রী লেখেন, “হেমা কমিশনের রিপোর্ট মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্তার ঘটনাগুলোর পর্দা ফাঁস করে দিয়েছে। এই ঘটনা আমাকে ভাবতে বাধ্য করেছে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন কোনও পদক্ষেপ কেন নেওয়া হয় না?”
এর পরই অভিনেত্রী লেখেন, “একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছে। আমার সঙ্গে আমার চেনা পরিচিতর সঙ্গেও এমনটা হয়েছে। নোংরা মন ও ব্যবহার নিয়ে নায়ক/প্রযোজক/পরিচালক দিনের পর দিন কাজ করে চলেছে। কোনও সমস্যাও হচ্ছে না। আবার আর জি করের নির্যাতিতার বিচার চেয়ে তাঁদের মোমবাতি হাতেও দেখা যাচ্ছে।”
তিনি আরও লেখেন, “এই সমস্ত নোংরা মানসিকতার মানুষদের মুখোশ টেনে খুলুন। আমি আমার সহ-অভিনেত্রীদের কাছে আবেদন করছি, এই শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জানি আপনারা হয়তো ভালো চরিত্র হারানোর বা ইন্ডাস্ট্রিতে কোনওদিন কাজ না পাওয়ার ভয় পাচ্ছেন। কিন্তু আর কতদিন আমাদের চুপ থাকা উচিত? যে সমস্ত তরুণ অভিনেত্রীরা চোখে স্বপ্ন নিয়ে এই কাজে আসেন তাঁদের প্রতি কি আমাদের কোনও দায়িত্ব নেই। এই জায়গাটাকে কি তাঁরা সুগার কোটেড ব্রথেল (যৌনপল্লি) ভাববে! মমতা বন্দ্যোপাধ্যায় (দিদি) আমরা এই ধরনের (হেমা কমিটির মতো) তদন্ত চাই, অভিযোগ আর পরিবর্তনের জন্য।”
0 মন্তব্যসমূহ
thanks