আজ নবান্ন অভিযান, তৈরি পুলিশ, র্যাফ, কমব্যাট ফোর্স
আজ আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান। ছাত্র সমাজের ডাকা এই নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে চড়ছে রাজনীতির পারদ। শাসক ও বিরোধী তরজা অব্যাহত। অরাজকতা তৈরির চেষ্টা করছে বিজেপি, সিপিএম, কংগ্রেস দাবি তৃণমূলের। 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর পাশাপাশি একইদিনে নবান্ন অভিযানে যোগ দেবে বলে জানিয়েছে ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চও।
প্রশাসনও বদ্ধপরিকর। অভিযানকে প্রশাসনিক হেড কোয়ার্টার অবধি এগোতে দেওয়া যাবে না। তাই মঙ্গলবারের কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া সিটি পুলিশও। অভিযান রুখতে ইতিমধ্যেই ব্যারিকেড লাগানোর কাজ শুরু হয়েছে।
কোনা এক্সপ্রেসওয়ে, ফোরশোর রোড ও ময়দানে ব্যারিকেড থাকবে বলে সূত্রের খবর পাশাপাশি পুলিশ, র্যাফের পাশাপাশি কমব্যাট ফোর্স মোতায়েন করা হবে। থাকছে জলকামানও। নবান্ন অভিযান ঘিরে যেকোনো রকমের অশান্তি এড়াতে কড়া পদক্ষেপ গ্রহন করছে রাজ্য পুলিশ। কলকাতার বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি করল কলকাতা ট্রাফিক পুলিশ।
ভোর চারটে থেকে রাত ১০টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু এবং র্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড,ডায়মন্ড হারবার রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড ও রিমাউন্ট রোড, জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, মেয়ো রোড, আউট্রাম রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড ও এজেসি বোস রোডে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। এমনটাই জানা গিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊