Vinesh Phogat: দুঃসংবাদ! বাতিল হয়ে গেলেন বিনেশ ফোগত
বুধবার রাত সাড়ে বারোটায় ফাইনালে নামার কথা বিশেষ ফোগতের। কিন্তু সকালেই চরম দুঃসংবাদ। অলিম্পিক্স থেকে বাতিল হয়ে গেলেন বিনেশ। রুপো তো দূর কোনো পদক পাবেন তিনি। জানা গিয়েছে, ফাইনালের দিন সকালে ওজন বেশি হওয়ায় বাতিল হয়ে গিয়েছেন বিনেশ ফোগত।
জানা গিয়েছে, অলিম্পিক্সের ৫০ কেজি বিভাগে ফাইনালের সকালে তার ওজন বেশি হয়ে গিয়েছিল। মঙ্গলবার তিনটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিলেন। নিশ্চিত হয়ে গিয়েছিল পদক। ফাইনালে বিনেশের খেলার কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সারা অ্যান হিলড্রেব্রানট (Sarah Ann Hildrebrandt)-এর বিরুদ্ধে। কিন্তু তাঁর আগে বিনেশের ওজন ১০০ গ্রাম বেশি পাওয়া যায় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। আর তাই এই ইভেন্টে বাতিল করা হয়েছে তাঁকে।
সংবাদসংস্থা এএনআইকে ভারতীয় অলিম্পিক সংস্থা থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'ওজন বেশি হওয়ার কারণে বিনেশ ফোগতকে মহিলাদের কুস্তির ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগ থেকে বাতিল করা হয়েছে। সারারাত ধরে গোটা দল অনেক চেষ্টা করার পরেও বিনেশের ওজন ৫০ কেজির সামান্য বেশি থেকে যায়। এখনই এ নিয়ে ভারতীয় শিবির থেকে আর কোনও বিবৃতি দেওয়া হবে না। বিনেশের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর আবেদন করা হচ্ছে। সকলকেই বাকি খেলাগুলিতে মনোনিবেশ করতে হবে।'
0 মন্তব্যসমূহ
thanks