Latest News

6/recent/ticker-posts

Ad Code

Train Accident : ফের রেল দুর্ঘটনা! ছিটকে গেল ৫টি বগি

Train Accident : ফের রেল দুর্ঘটনা! ছিটকে গেল ৫টি বগি

Train Accident


আজ ফের রেল দুর্ঘটনা। ছিটকে গেল ৫টি বগি। মাস দুয়েক আগে উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্ঘটনার পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তার রেশ কাটতে না কাটতেই আবারও রেল দুর্ঘটনা। মালদহে লাইনচ্যুত হল একটি মালগাড়ির ৫টি বগি। 


জানা গেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুরে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়িটি। নিউ জলপাইগুড়ি থেকে কাটিয়ারের দিকে যাচ্ছিল মালগাড়িটি। কিন্তু কুমেদপুরে ঘটে দুর্ঘটনা। এদিনের দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনা জেরে বাতিল করা দেওয়া হয়েছে একাধিক ট্রেন।


দুর্ঘটনার কবলে পড়ার পরেই ঘটনাস্থলে পৌঁছান মালদার হবিবপুরের বিডিও অংশুমান দত্ত দুর্ঘটনাস্থলে পৌঁছন। এছাড়াও, কাটিহার ডিভিশনের রেলের অধিকারিকেরাও সেখানে পৌঁছন। মালগাড়িটি তেল বোঝাই ছিল বলে খবর। লাইন থেকে মালগাড়ির বগি সরানোর কাজ চলছে।


রেল সূত্রে খবর, নুমালিগড় তৈল শোধনাগারে ঢুকছিল মালগাড়িটি। সেই সময়ই মাঝের ২টি কন্টেনার লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় রাঙাপানি পাঁচ নম্বর গেট। দেখা দেয় যানজট।


গত ১৭ জুন ফাঁসিদেওয়ায় রাঙাপানির কাছেই আপ লাইনে দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মৃত্যু হয় দশ জনের। গত ৩১ জুলাই দুপুর নাগাদ কলকাতা থেকে রাঙাপানির কাছে নুমরিগর রিফাইনারিতে ঢোকার আগে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি।ফের এক রেল দুর্ঘটনা। এত রেল দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই রেলের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code