বিশ্ব আদিবাসী দিবসে জমি মাফিয়াদের বিরুদ্ধে সোচ্চার আদিবাসী সমাজ

Indigenous communities speak out against land mafia on World Indigenous Peoples Day
আসানসোল শিল্পাঞ্চলে


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: 

৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সালানপুর ব্লকের পাঁচটি আদিবাসী নৃত্য কমিটির হাতে তুলে দেওয়া হল বাদ্যযন্ত্র।


এদিন সালানপুর বিডিও অফিস সংলগ্ন কমিউনিটি হলে সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস,জয়েন্ট বিডিও শ্রেয়া নাগ,পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সমাজসেবী ভোলা সিংয়ের উপস্থিততে আদিবাসী সম্প্রদায়ের পাঁচটি নৃত্য কমিটির হাতে একটি করে ধামসা,দুটি করে মাদল,একটি করে বাশুরি, এবং একটি করে কাশি তুলে দেওয়া হয়।


এদিন সালানপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জানান বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত ব্লকের পাঁচটি আদিবাসী নৃত্য পরিবেশন দলের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হলো।


অপরদিকে অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেসন কমিটির তরফে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো আসানসোল শিল্পাঞ্চলে। প্রথমে আসানসোল আশ্রম মোড় থেকে একটি বিশাল বর্ণনাঢ্য মিছিল করা হয়। মিছিলটি শেষ হয় আসানসোলের রবীন্দ্রভবনের সামনে।


তাছাড়া বিশেষ অতিথিদের সংবর্ধনা দেওয়ার সাথে সাথে সংস্কৃতি অনুষ্ঠান করা হয় রবীন্দ্রভবনে । অনুষ্ঠানে তাদের নিজেদের অধিকারকে তুলে ধরে। জল,জঙ্গল,জমি, ও পাহাড় রক্ষা করার আহ্বান জানান। তারা জানিয়েছেন দিনের পর দিন যেভাবে আদিবাসীদের জমি মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে, সেই নিয়েও এদিন সোচ্চার হয় অল ইন্ডিয়া আদিবাসী কো-অর্ডিনেসান কমিটির সদস্যরা।