Latest News

6/recent/ticker-posts

Ad Code

'এমার্জেন্সি'র মুক্তির আগে খুনের হুমকি পেল কঙ্গনা!

'এমার্জেন্সি'র মুক্তির আগে খুনের হুমকি পেল কঙ্গনা!

Kangana Ranaut


আগামী ৬ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘এমার্জেন্সি’ ছবি। আর তার আগে কঙ্গনার গলা কেটে নেওয়ার হুমকি! অভিনেত্রী তথা বিজেপি সাংসদ নিজে ‘X’ হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে মহারাষ্ট্র, হিমাচল ও পাঞ্জাব পুলিশকে ট্যাগ করে বিষয়টি দেখার জন্য বলেছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় গোটা ভারতে যে জরুরী অবস্থা জারি হয়েছিল তা নিয়ে গঠিত এই ছবিতে ট্রেলারেই দেশ না সিংহাসন কোনটা আগে তার নিয়ে প্রশ্ন তোলেন কঙ্গনা। সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত।

এই ছবিকে ইতিমধ্যেই নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’-র সভাপতি হরজিন্দর সিং ধামি। শিখ ধর্মের মানুষদের বিচ্ছিন্নকামী হিসেবে দেখানো দাবি তুলে এই সিনেমা নিষিদ্ধ করার আবেদন করা হয়েছৈ বলে খবর।

X হ্যান্ডেলে হুমকির ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। যেখানে এজাজ খানের পাশে কয়েকজন কঙ্গনার ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। সেখানে, মাথা কেটে বলিদান, মাথা কেটে নেওয়ার কথা জানানো হয়। আর এই ভিডিও পুলিশকে ট্যাগ করে কঙ্গনা লেখেন “দয়া করে এই বিষয়টি একটু দেখুন।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code