R G Kar: তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রাজ্য জুড়ে প্রতিবাদী আন্দোলন ও মিছিল

rgkar protest stuudents


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:

আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে প্রতিবাদী আন্দোলন ও মিছিল। সেইমতো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিবি কলেজ ও কুলটি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদী মিছিল ও সভা।

এই আন্দোলনের মূল আওয়াজ ছিল সিবিআই-কে চেপে ধর, জাস্টিস ফর আরজি.কর। শুক্রবার শিল্পাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহি মহাবিদ্যালয় বিবি কলেজের ছাত্র ছাত্রীরা প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে ওই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হলেন।

বিবি কলেজের সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা ছাত্র পরিষদের সম্পাদক তিলন সাধু, সাধারণ সম্পাদক রিয়া সামন্ত, এবং অন্যান্য সদস্যরা।

কুলটি কলেজে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। বক্তারা স্পষ্ট জানিয়ে দেন এই আন্দোলন শুধুমাত্র আর.জি.কর কাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে নয়, বরং সিবিআই-এর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলার জন্য। এদিন উপস্থিত প্রত্যেক ছাত্র ছাত্রীর মুখে একটাই দাবি 'উই ওয়ান্ট জাস্টিস', 'আর.জি করের বিচার চাই'।