Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাত দখলের রাতে তরুণী খুনের পেড়িয়ে গেল তিনদিন, গ্রেফতার হয়নি দোষী, কি জানালেন এসপি?

খুনের তিনদিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি দোষী, কি জানালেন এসপি?



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

খুনের তিনদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দোষীদের গ্রেফতার করতে পারল না বর্ধমান থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে গোটা শহর জুড়ে।



একদিকে আরজিকরের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ১৪ই আগস্ট মহিলারা রাত দখল করো কর্মসূচি পালন করে। ওই দিন পূর্ব বর্ধমান জেলাতেও একি কর্মসূচি পালন করেন জেলার মহিলা পুরুষেরা।ঠিক ওইদিনই রাত্রি আটটা নাগাদ বর্ধমান থানার অধীনে গাংপুর এলাকায় এক যুবতী গলা কাটা দেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ।



একদিকে চলছে মহিলাদের রাত জাগা কর্মসূচি,আর অপরদিকে মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্য হয়ে ওঠে গোটা শহর। যদিও মৃতার বাড়ির লোকের অভিযোগ তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। 



আর এই ঘটনার পরিষ্কার সাফাই গাইলেন বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ পোস্টমেটম রিপোর্টে ধর্ষণের কোন যোগাযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন আমনদীপ।তবে এই ঘটনার সাথে তার বন্ধু যোগ থাকতে পারে বলে প্রাথমিক ধারণা এসপির।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code