'অত্যাচার বন্ধ করুন, নইলে রাজ্য স্তব্ধ করে দেব': শুভেন্দু অধিকারী


Subhendu Adhikari
'অত্যাচার বন্ধ করুন, নইলে রাজ্য স্তব্ধ করে দেব' হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আরজি কর কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে নবান্ন অভিযানের ডাক দেয়। সেই অভিযান ঘিরে উত্তাল সাঁতরাগাছি থেকে হাওড়া তখন বিধানসভার বাইরে অত্যাচার বন্ধ করুন, নইলে রাজ্য স্তব্ধ করে দেব হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের রুখতে কন্টেনার দিয়ে ব্যারিকেড বানিয়েছে, এসবের কী প্রয়োজন? সাঁতরাগাছিতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ছে। অহিংস আন্দোলনকারীদের ওপরে অত্যাচার বন্ধ না হলে রাজ্য স্তব্ধ করে দেব।

তিনি আরও জানিয়েছেন, সোমবার রাতে হাওড়া স্টেশন থেকে যে ৪ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ তাদের আইনি ও আর্থিক সাহায্য করবে বিজেপি।

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। নবান্নে যাওয়ার সমস্ত রাস্তা বিশাল ব্যারিকেড করে বন্ধ করে দেয় পুলিশ। কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেডের কাছে পৌঁছলে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জল কামান ছোড়ে পুলিশ। এর মধ্যেই স্লোগান ওঠে, ‘দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’।

ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। ইট পাটকেল উড়ে আসছে আন্দোলনকারীদের থেকে। হাওড়া ব্রিজে জলকামান। জলকামানকে উপেক্ষা করেই এগিয়ে চলেছেন প্রতিবাদীরা। পরে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। আর তাতেও দমতে রাজি নন মহিলা ও পুরুষরা। ক্রমেই ঝাঁঝ বাড়ছে প্রতিবাদের।

সাঁত্রাগাছি থেকে হাওড়া ব্রিজ, মিছিল আটকাতে মরিয়া পুলিশ। আর নবান্নের দিকে এগিয়ে যেতে মরিয়া আন্দোলনকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট - পাথর ছোড়া শুরু হয়। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযান ঘিরে কার্যত তুলকালাম পরিস্থিতি হাওড়ায়।
বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী

বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী

Posted by Sangbad Ekalavya on Tuesday, August 27, 2024