কোচবিহারে দুই শিক্ষকের ওপর প্রাণঘাতী হামলা

Coochbehar



আরজি কর কাণ্ডের প্রতিবাদ করায় কোচবিহারে দুই শিক্ষকের ওপর প্রাণঘাতী হামলা। কোচবিহার মাথাভাঙ্গা ব্লকের প্রেমের ডাঙ্গা দেওয়ান বর্মন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষা-শিক্ষিকা, শিক্ষা কর্মী বৃন্দ রাখিবন্ধন বয়কট করে আর জি কর মডিক্যাল কলেজের নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর প্রতি সমবেদনা জানান এবং দোষীদের চরম শাস্তির দাবি করেন। তাঁরা মনে করেন, ভাইবোনেরা যে সমাজে সুরক্ষিত নয় সেখানে মেকি রাখিবন্ধনের কোনো অর্থ নেই। এরপরেই লাগাতার হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ। এরপরেই আজ ওই বিদ্যালয়ের দুই প্রতিবাদী শিক্ষক ড. টোটন তালুকদার ও পল্লব ভৌমিকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। 


ওই দুই শিক্ষকের অভিযোগ, স্কুলে ভোকেশনাল ক্লাস হয় না, মিড ডে মিল বন্ধ সহ একাধিক বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছিল তারপর স্কুল প্রেসিডেন্ট এক প্রকার হুমকি দিয়ে মুচলেকা নেয় যে আমরা ছাত্রছাত্রীদের উস্কে দিয়ে এই কাজ করিয়েছি। লাগাতার হুমকির পর আজ আমাদের ওপর হামলা চালালো কয়েকজন দুষ্কৃতি। 


এই ঘটনায় আমরা অজ্ঞাত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি স্কুল শিক্ষকদের দাবি লোক লাগিয়ে স্কুলের এক জনৈক শিক্ষক এই হামলা চালিয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আহত দুই শিক্ষক ঘটনার সাথে জড়িত শাস্তির দাবি জানিয়েছে।