স্বাস্থ্যমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি শুভেন্দুর !
আর জি কর চিকিৎসককে ধর্ষণ-খুনের (RG Kar Doctor's Death) ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে আর জি কর কাণ্ডে তদন্ত করবে CBI। এনিয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করলেন।
এদিন তিনি বলেন, "বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে একটাই দাবি বাকি থাকল । তা হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। এখনই ইস্তফা দিতে হবে স্বাস্থ্যমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে। তার জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন চলবে। পশ্চিমবঙ্গের সমগ্র সংবেদনশীল নাগরিক, ছাত্রসমাজ, বেকার, বিশেষ করে মাতৃশক্তি তাঁদের বলব, তাঁরা একটা দাবিতেই আন্দোলন করুন। এই রাজ্যের এই সমস্ত জঘন্য, নারকীয়, বর্বর ঘটনার যিনি 'কুইনপিন' , যিনি আসল স্থপতি তাঁর পদত্যাগ হবে একমাত্র দাবি। এবার মূল দাবির জন্য আন্দোলনে নামতে হবে। কাল থেকেই আমরা বিজেপি বিধায়করা এই দাবি নিয়ে আন্দোলন করব। বিনীত গোয়েল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ UD কেস করেন। আপনি তদন্তের আগেই UD কেস করেছেন কেন ? UD কেস মানেই- সুইসাইড বা অ্যাক্সিডেন্টাল কেস। দু'টোই নয় এই ঘটনা। এটা গণধর্ষণ। বর্বরোচিত হত্যা। তৃণমূলের পৃষ্ঠপোষকতায় থাকা গুন্ডাদের দ্বারা হত্যা। "
আর জি কর চিকিৎসককে ধর্ষণ-খুনের (RG Kar Doctor's Death) ঘটনায় উত্তাল রাজ্য। এর মধ্যে মৃত চিকিৎসকের বাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশকে তদন্তের জন্য রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন। তারপর পুলিশ না পারলে সিবিআই। এর মাঝেই মঙ্গলবার কলকাতা হাইকোর্ট কেস ডায়েরি সামনে রেখে সিবিআইয়ের হাতে তদন্ত ভার ছাড়ে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊