কলেজ অফ আর্ট এন্ড ডিজাইন (ক্যাড)এর পরীক্ষা সঠিক সময়ে করানোর দাবিতে বিক্ষোভ SFI-র 

Burdwan


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত কলেজ অফ আর্ট এন্ড ডিজাইন (ক্যাড)এর অষ্টম সেমিস্টারের পরীক্ষা সঠিক সময়ে গ্রহণ করা এবং পরিক্ষার ৭-১০ দিনের মধ্যে ফলাফল ঘোষণার দাবিতে মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশে সামিল হলো এস এফ আই।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই প্রথম নয় এর আগেও একাধিকবার সঠিক সময়ে রেজাল্ট এবং পরীক্ষার দাবিতে উপাচার্য ঘেরাও কর্মসূচি করে ছাত্র ছাত্রীরা।

ছাত্রছাত্রীদের দাবি বর্ধমান বিশ্ববিদ্যালয় সঠিক সময় পরীক্ষা নিলে এবং সঠিক সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা করলে ছাত্রছাত্রীরা সঠিক সময়ে ইন্টারভিউ দিতে পারবে।

এই বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন অফ কন্ট্রোলার এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে স্মারকলিপি দিতে গেলে ছাত্র-ছাত্রীদের আগামীকাল আসাতে বলা হয়, বলে জানান ভারতের ছাত্র ফেডারেশন এর বর্ধমান এরিয়া কমিটির সদস্য রানা দাস ও ভারতে ছাত্র ফেডারেশনের বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উষসী রায় চৌধুরী‌।