বুধবার রাতে মহিলাদের ডাকা প্রতিবাদে সামিল হবেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়!

Sukhendu Sekhar Roy


বুধবার মধ্য রাতে মহিলাদের ডাকা প্রতিবাদ কর্মসূচীতে নিজে যোগ দেওয়ার ঘোষনা দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মহিলারা ‘মধ্যরাত দখলের’ কর্মসূচি ইতিমধ্যে কলকাতা থেকে জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে। কিছু কিছু তৃণমূলের লোকদের বাড়ির লোকই সেই কর্মসূচি সফলে উদ্যোগী হয়েছেন। এবার প্রতিবাদে সামিল হবেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় তা নিজেই জানালেন।

মঙ্গলবার রাতে লিখেছেন, “কালকে আমিও প্রতিবাদে যোগ দেব। কেন না লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও এক জন মেয়ের বাবা, নাতনির দাদু।” 


তিনি আরও লিখেছেন, “আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। চলুন সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। যা-ই হোক না কেন।”