আরজি কর ঘটনার প্রতিবাদে কোটাসুরের রাজপথে নামলো ছাত্রসমাজ

RG Kar Medical Case protest


আরজি কর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীকে নির্মম হত্যার প্রতিবাদে কোটাসুরের রাজপথে নেমে প্রতিবাদ জানালো ছাত্র সমাজ। উল্লেখ্য গত ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে নির্মম হত্যা কাণ্ড ঘটেছিল তারই প্রতিবাদে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১ঃ৩০ পর্যন্ত ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীরা কোটাসুর হাই স্কুল মাঠে একত্রিত হয়ে কোটাসুর স্কুল মাঠ থেকে কোটাসুর বাজার পর্যন্ত শোক মিছিল ও প্রতিবাদে সামিল হলো ছাত্র সমাজ। 



এছাড়াও উপস্থিত ছিল এলাকার একাধিক সমাজ সচেতন মানুষ। বৃহস্পতিবার এই মিছিলের মাধ্যমে আর জি করে নির্মম হত্যার প্রতিবাদে নানান বক্তব্য রাখলেন সমাজ সচেতন মানুষরা।


তবে বৃহস্পতিবার এই প্রতিবাদ মিছিল শেষে এই নরকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে কোটাসুর স্কুল মাঠে নীরবতা পালন সহ গর্জে উঠলো ছাত্রসমাজ।