দেশাত্মবোধের বাণী ছড়িয়ে স্বাধীনতা দিবস উদযাপন নবোদয় গুরুকুলে 

Independence Day

ওকড়াবাড়ী:


আজ দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন হলো নবোদয় গুরুকুলে। দিনহাটার ওকড়াবাড়ীর নবোদয় গুরুকুল ট্রাস্ট পরিচালিত নবোদয় গুরুকুল বিদ্যাপীঠ ও নবোদয় গুরুকুল কিডজিতে এদিন স্বাধীনতা দিবস উদযাপন শুরু হলো প্রভাত ফেরি দিয়ে। দুই প্রতিষ্ঠানের কচিকাঁচা থেকে সকল ছাত্রছাত্রী এদিন সকালেই সেজেগুজে হাজির হয় বিদ্যালয়ে। এরপর ওকড়াবাড়ী বাজার পরিক্রমা করে ছাত্রছাত্রীদের র ্যালি। হাতে পতাকা, ছিল প্ল্যাকার্ড, দেশাত্মবোধক গানের তালে একে একে সারিবদ্ধ ক্ষুদেরা ছড়িয়ে দিল দেশাত্মবোধের বাণী। 


র ্যলি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন দুই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আরিফ হোসেন। এছাড়াও দুই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা সকলেই উপস্থিত ছিলেন। সকলে ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় সুসম্পন্ন হয় আজকের কর্মসূচি। পতাকা উত্তোলনের পর শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর প্রধান শিক্ষক দেশের স্বাধীনতা ও শহীদদের বলিদান নিয়ে কথা রাখেন। এরপর কয়েকজন ক্ষুদে পড়ুয়ার নৃত্যানুষ্ঠান আরো জমজমাট করে তোলে। 



প্রধান শিক্ষক আরিফ হোসেন জানান, আমাদের এই দুই প্রতিষ্ঠানে প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হল স্বাধীনতা দিবস। তীব্র গরমের কারণে অনুষ্ঠান সূচিতে একটু রাশ টানা হয়েছে। সব ছোটো ছোটো বাচ্চা এই তীব্র গরম সহ্য করেও তাঁরা পরিক্রমায় অংশগ্রহণ করেছে। যদিও অনেকে অনুপস্থিত। তারপরেও খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে শিশুরা। 



প্রসঙ্গত, নবোদয় গুরুকুল বিদ্যাপীঠ পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবং নবোদয় গুরুকুল কিডজি প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত।