শ্বশুর বাড়ির লোকজনের উপরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে, মৃত ১



শ্বশুর বাড়ির লোকজনের উপরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে, ঘটনায় মৃত একজন শিশু এবং আহত একাধিক জন।


শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে সাগরদিঘী ব্লকের বাহালনগর এলাকায়,পরিবার সূত্রে খবর শ্বশুর বাড়ির লোকজনের উপরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। ঘটনায় পুড়ে দগ্ধ ৩ মহিলা সহ অন্তত ৬ জন এবং মৃতএকজন শিশু। সাগরদীঘির বাহালনগর এলাকার ঘটনা।ঘটনাস্থলে পৌছায় সাগরদীঘি থানার পুলিশ, পুলিশ গিয়ে হাসপাতালে আহতদের নিয়ে আসে।

জানা যায় রমজান সেখ তার শ্বশুর বাড়ি বহালনগর এলাকায় যায়। তার পরে পুরনো বিবাদের জেরে বচসা শুরু হয়। সেই বচসার সময় রমজান শেখ বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

সেই আগুনে অভিযুক্ত রমজান শেখ সহ প্রায় ৬ জন পুড়ে দগ্ধ হয়ে যায়।প্রত্যেককে সাগরদীঘি থানার পুলিশ সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । তাঁদের মধ্যে একজন শিশু সাগরদিঘী সুপার স্পেস্যালিটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এবং গুরুতর আহতদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয়।। পুরো বিষয়ে খতিয়ে দেখছেন সাগরদিঘী থানার পুলিশ।