সিকিমের পাহাড়ে ধস! গুঁড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র


সিকিমের পাহাড়ে ধস! গুঁড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র। একের পর এক বিপর্যয়। গতবছর মেঘ ভাঙা বৃষ্টির পর একের পর এক বিপর্যয়। এবার সিকিমের পাহাড়ে ধস। ধসের জেরে গুঁড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের একাংশ। ন্যাশনাল হাইড্রোইলেক্টরিক পাওয়ার কর্পোরেশন (NHPC)-এর তিস্তা স্টেজ-৫ বাঁধটি গুঁড়িয়ে গিয়েছে।


ধসের জেরে ধ্বংসের সেই চিত্র ধারন করেছে স্থানীয়রা। আর তা ইতিমধ্যে ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। হাড় হিম করা সেই ধ্বংসাত্মক ভিডিও। জলবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পাহাড়ের ধসে হতাহতের কোনো খবর নেই। 



ভিডিও-তে দেখা গিয়েছে, পাহাড়ের সামনের অংশ আচমকাই কেঁপে উঠল। এর পর গাছ-গাছালি সমেত খসে পড়ল বিদ্যুৎকেন্দ্রের উপর। ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। আচমকাই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা।



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ পাহাড়ে এই ঘটনা ঘটে। ওই পাহাড়ের নীচ দিয়েই জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গ গড়ে তোলা হয়েছিল। এই ঘটনায় ১৭ থেকে ১৮টি বাডি়ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। NHPC-র কোয়ার্টারে রয়েছেন ওই সব বাড়ির লোকজন। 


জানা গেছে বিপর্যয়ের কথা ভেবে স্থানীয় মানুষজনকে আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়।