চাইলো স্টেটাস রিপোর্ট, চিকিৎসকদের জন্য টাস্কফোর্স গঠন সুপ্রিমকোর্টের
আরজি কর কাণ্ডের পর থেকে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এর মধ্যেই আজ আরজি কর নিয়ে শুনানির প্রথম দিনেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, আরজি কর হাসপাতালে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্যে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় রাজ্যের স্টেটাস রিপোর্ট চাইলো শীর্ষ আদালত। আগামী ২২শে আগস্টের মধ্যে সেই রিপোর্ট জমা করতে হবে রাজ্যকে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে সাসপেন্ড করা হয়েছে কিনা জানতে চান প্রধান বিচারপতি। রাজ্য জানায় তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে। হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় রাজ্য।
চিকিৎসকদের নিরাপত্তার জন্য সাত সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। মহিলারা যাতে আরও বেশি করে কাজে যোগদানে উৎসাহ পান, সে দিকে নজর দেওয়ার পরামর্শ প্রধান বিচারপতির। তিনি বলেন, “দেশ আবার একটি ধর্ষণ আর খুনের জন্য অপেক্ষা করবে না, যে তার পর পরিবর্তন হবে।”
টাস্ক ফোর্স দু'টি বিষয়ে পরিকল্পনা করবে — প্রথমত, নারী পুরুষ নির্বিশেষে চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে। দ্বিতীয়ত, নিরাপদ কাজের পরিবেশের জন্য একটি প্রটোকল তৈরি করতে হবে।
বিচারপতির মন্তব্য করেন, “চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে। অনেকে মনের মধ্যে গেঁথে রয়েছে, এই সমাজ পুরুষশাসিত। সেখানে মহিলারা আরও বেশি করে নিশানা হচ্ছেন। এটা দুঃখজনক।”
বৃহস্পতিবারের মধ্যে সিবিআইয়ের থেকে স্ট্যাটাস রিপোর্ট তলব করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊