আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এক অরাজনৈতিক সংগঠনের মিছিল 

Protest


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

এখনো পর্যন্ত গ্ৰেফতার হলো না আরজি করে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার নৃশংস খুনের ঘটনায় জড়িত দোষী ব্যক্তিরা। দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিভিন্ন মহলের। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রবিবারের মধ্যে তিলোত্তমা খুনের ঘটনায় জড়িতদের পুলিশ গ্ৰেফতার করতে না পারলে সিবিআইকে দায়িত্ব দেওয়া হবে।এদিকে আজকেই কলকাতা হাইকোর্ট এই মামলা সিবিআইকে দিয়েছে।

প্রশ্ন উঠেছে?যেখানে ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই সঞ্জয় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্ৰেফতার করলো পুলিশ। সেখানে দাঁড়িয়ে ঘটনার বেশ কয়েকদিন পেড়িয়ে গেলেও বাকী দোষীদের গ্ৰেফতার করতে এতো দেরি কেনো?তবে পুলিশ কি কিছু আড়াল করার চেষ্টা করছে?নাকি অন্য কোনো রহস্য আছে।তবে আসল অপরাধীদের গ্ৰেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও আজ পথে নামেন একটি অরাজনৈতিক সংগঠন।

এদিনের এই মিছিলে অংশগ্ৰহন করেন জেলার বুদ্ধিজীবী, অধ্যাপক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক থেকে শুরু করে সিডিপিওর কর্মীরা। এদিনের এই অরাজনৈতিক সংগঠনের মিছিলটি বর্ধমান কোর্ট কম্পাউন্ডের নেতাজীর স্ট্যাচু থেকে বর্ধমান হাসপাতাল পর্যন্ত যায়।

এদিকে আজ কলকাতা হাইকোর্ট আরজি কর কাণ্ডের তদন্ত সিবিআইকে দিয়েছে। এখন কি হয় তাই দেখার।