ভারতে হাসিনা, দেখা করলেন দোভাল, কালকেই কি লন্ডন?
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। বোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন তথা ‘গণভবন’ ছেড়ে কপ্টারে করে দেশ ছেড়েছিলেন বলে খবর। জানা যাচ্ছে ইতিমধ্যে ভারতে এসেছেন শেখ হাসিনা। গাজিয়াবাদ এয়ারবেসে নেমেছে তাঁর কপ্টার এমনটাই খবর। হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ। 'কিছুক্ষণের জন্য ভারতে থাকবেন শেখ হাসিনা। ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা', এমনই খবর সূত্রের।
গাজিয়াবাদে হাসিনার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় বলে খবর। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, রাজনৈতিক আশ্রয়ের হাসিনার আবেদন খারিজ ব্রিটিশ সরকার।
বাংলাদেশে উঠল কার্ফু, ফের চালু ইন্টারনেট-ব্রডব্যান্ড। 'জরুরি অবস্থা, কার্ফুর কোনও প্রয়োজন নেই। সেনাকে আদেশ দিয়েছি, গোলাগুলির কোনও প্রয়োজন নেই', সমস্ত হত্যার বিচার হবে, আস্থা রাখুন, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। বাংলাদেশের শাসন সেনার হাতে, ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক ক্রান্তিকাল চলছে মন্তব্য সেনা প্রধানের।
এদিকে সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, রাজনৈতিক আশ্রয়ে হাসিনার আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার। এদিকে ভারতের কাছে নাকি রাজনৈতিক সাহায্য চাননি বলে খবর সূত্রের। তাহলে পরবর্তী আশ্রয় কোথায় এনিয়ে উঠছে প্রশ্ন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊