কাজে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একজনের, আহত ৯

Road Accident


সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা। ধান পোঁতার কাজে যাওয়ার পথে রায়নার মোগলমারিতে ম্যাক্স ও বাসের সংঘর্ষে প্রাণ গেল উত্তম মাঝি নামে এক ব্যাক্তির, জখম ৯।

বর্ষা শুরু হতেই চলছে ধানপোতার কাজ। সকাল, সকাল মাঠে কাজ করার জন্যে বাঁকুড়ার শাসপুর থেকে জনা ত্রিশেক দিনমজুর ধান গাছের চারা নিয়ে মাঠে যাচ্ছিলেন।

সোমবার সকাল 6.20নাগাদ রায়না থানার মোগলমারিতে হঠাৎ বর্ধমান পলাশী রুটের একটি বেসরকারি বাস এসে ধাক্কা মারে ছোট ম্যাক্স গাড়িটিতে। গাড়ি থেকে ছিটকে মাটিতে পরে যায় উত্তম মাঝি নামে এক দিনমজুর।তার মাথার ওপর দিয়ে চলেযায় বাসের চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ ব্যাক্তির। গুরুতর জখম হয় আরও বেশ কয়েকজন।

এলাকার স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসের যাত্রীরা সকলেই সুরক্ষিত আছে। ঘটনাস্থলে আসে রায়না থানার সেহারা বাজার ফাঁড়ি ও শেয়ারা বাজার ট্রাফিক গার্ডের পুলিশ।বাসের চালক পলাতক।বাসটিকে আটক করে রায়না থানার পুলিশ।

স্বাভাবিকভাবেই ব্যস্ততম রাস্তায় বেশ কিছুক্ষন যানযটের সৃষ্টি হয়। পুলিশ এসে যানচলাচল নিয়ন্ত্রণ করে।।