Latest News

6/recent/ticker-posts

Ad Code

CCL নিয়ে বড় খবর: এবার শুধু মায়েরা নয় বাবাও পাবেন ২ বছর ছুটি !

CCL নিয়ে বড় খবর: এবার শুধু মায়েরা নয় বাবাও পাবেন ২ বছর ছুটি ! 

kolkata high court
kolkata high court, photo credit: social media


সন্তানের দেখাশুনার জন্য রাজ্য সরকারী কর্মীদের মধ্যে মহিলারা পেতেন দুই বছরের ছুটি, সেখানে পুরুষদের জন্য থাকতো মাত্র ৩০ দিন। এবার এলো সমতা! এই চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে বড় নির্দেশ দিলো কলকাতা উচ্চ আদালত (Kolkata High Court)।

সন্তানের দেখাশোনার জন্য পুরুষেরাও এ বার মহিলাদের সমান ছুটি নিতে পারবেন। চাইল্ড কেয়ার লিভের (CCL) ক্ষেত্রে পুরুষদেরও মহিলাদের সমান ছুটি দিতে সোমবার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।


CCL সংক্রান্ত এক মামলায় বিচারপতি অমৃতা সিংহের (Amrita Sinha) পর্যবেক্ষণ— সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে। তাই ছুটির ক্ষেত্রে তাঁরা কেন বঞ্চিত হবেন? তাঁদেরও সমান ছুটি পাওয়া উচিত। এই বিষয়ে ২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের একটি আইন রয়েছে বলেও মনে করিয়ে দেয় আদালত।

এক শিক্ষকের মামলায় আজ বিচারপতি অমৃতা সিংহ (Amrita Sinha) এই নির্দেশ দেন। কর্মরত মহিলারা সন্তানের দেখাশোনার জন্য ৭৩০ দিন অর্থাৎ দু’বছর ‘চাইল্ড কেয়ার লিভ’ (CCL) পেয়ে থাকেন। এর জন্য কোনও বেতন কাটা হয় না। এ রাজ্যে পুরুষদের ওই ছুটি (CCL) ৩০ দিন দেওয়া হয়। এই পার্থক্যকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন ওই শিক্ষক বলে জানা গিয়েছে।

আজ এই মামলায়, আদালত জানায়, রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ করতে হবে এবং  রাজ্যকে এই বিষয়ে নির্দেশিকা জারি করতে হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code