নীল বাতি লাগানো গাড়িতে বিপুল পরিমাণে গাঁজা পাচার! ধৃত ২

Ganja



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

নীল বাতি লাগানো গাড়িতে বিপুল পরিমাণে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে দুই পাচারকারী। উড়িষ্যা থেকে আনা হচ্ছিল বিপুল গাঁজা। ১০০কেজি গাঁজা ও নীলবাতি লাগানো গাড়িটি বাজেয়াপ্ত করেছে বর্ধমান থানার পুলিশ। 


ধৃতদের নাম সুনিল বেরা বাড়ি আসানবোনা ঝাড়গ্রাম, অপরজন বিশ্বজিৎ সিং, বেহালা কলকাতার বাসিন্দা। সোমবার ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ। ধৃতদের সঙ্গে আন্তরাজ্য গাঁজা পাচারকারীদের যোগ রয়েছে কি না তা জানতে আদালতে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বর্ধমান থানা। 


পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান থানার কাছে গোপন সূত্রে আসে বিপুল পরিমাণে গাঁজা চারচাকা গাড়িতে ১৯নম্বর জাতীয় সড়ক দিয়ে পাচার হচ্ছে। পুলিশ সেই মতো জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নাকা-তল্লাশি শুরু করে। সোমবার ভোর রাতে এন.এইচ-২বি বর্ধমান সিউরি রোডের সাঁই স্টেডিয়ামের কাছে পুলিশ নীলবাতি লাগানো একটি গাড়িকে আটকায়। গাড়ির যাত্রীদের সঙ্গে কথা বলে পুলিশের সন্দেহ হয় এবং গাড়িটিতে তল্লাশি চালালে ছয় বস্তা গাঁজা উদ্ধার হয়। 


দুই ব্যক্তি কে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধৃতরা খড়গপুর শহর থেকে গাঁজা ভর্তি গাড়ি নিয়ে বীরভূম যাচ্ছিলো। এই ১০০কেজি গাঁজা তারা উড়িষ্যা কেয়ানঝাড় থেকে নিয়ে এসেছিলো, নীলবাতি গাড়ি ব্যবহার করে পুলিশের চোখে ধুলো দেবার চেষ্টা করেছিল ধৃতরা।