আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে CISF! নির্দেশ সুপ্রিমকোর্টের

sc



আরজি কর-কাণ্ডে আজ গোটা দেশের নজর ছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি ছিল। চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সর্বোচ্চ আদালত।প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চে এই মামলার শুনানি হয়‌। আর সেই শুনানিতে একাধিক পদক্ষেপ করলো শীর্ষ আদালত।



সুপ্রিম কোর্ট এদিন আরজি করের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ এর কাছে দিলেন। তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? হাসপাতালে কী করে বহিরাগতরা ঢুকে হামলা করল? প্রশ্ন সুপ্রিম কোর্টের। 



চিকিৎসকদের সুরক্ষার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করছে সুপ্রিম কোর্ট। আর জি কর কাণ্ডে শান্তিপূর্ণ আন্দোলনে কী করে ঢুকে গেল ৭ হাজার দুষ্কৃতী? আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন সুপ্রিম কোর্টের। 




পাশাপাশি সিবিআই এই মামলায় স্টেটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে। ২২ অগাস্টের মধ্যে স্টেটাস রিপোর্ট দিতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্যকে দিতে হবে আরজি করের ভাঙচুরের স্টেটাস রিপোর্ট। 



এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার । পাশাপাশি চিকিৎসকদের  কর্মবিরতি প্রত্যাহার করতে আবেদন সুপ্রিম কোর্টের।