PM Modi to Visit Ukraine : ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ইউক্রেন সফরে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ বছরে প্রথম ভারতীয় ইউক্রেনে যাচ্ছেন। আগামী ২৩ শেষ আগস্ট ইউক্রেন সফরে যাবেন তিনি এমনটাই খবর। আরো জানা যাচ্ছে পোল্যান্ড সফরে যাবেন তিনি। ২১শে আগস্ট সেখানকার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। এমনটাই জানা যাচ্ছে। এই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন যাচ্ছেন। ৩০ বছর আগে কূটনৈতিক বন্ধনে আবদ্ধ হয় কিভ ও নয়াদিল্লি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে আগামী ২৩ আগস্ট ইউক্রেনে সরকারি সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদি। দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে বলে খবর।
বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) তন্ময় লাল বলেন, "ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে আগামী ২৩ আগস্ট ইউক্রেনে সরকারি সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদি। এটি একটি ঐতিহাসিক সফর হতে চলেছে। কারণ, ৩০ বছরের বেশি সময় আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে যাচ্ছেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে উচ্চ-স্তরীয় আলোচনা হবে এই সফরে।"
কিছুদিন আগেই রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মোদীর প্রশংসা করেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাশিয়ায় যান মোদি। আরও গুরুত্বপূর্ণ এই সফর কারণ ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর এটাই মোদির প্রথম রাশিয়া সফর ছিল।
0 মন্তব্যসমূহ
thanks