Latest News

6/recent/ticker-posts

Ad Code

আরজিকর কাণ্ডের প্রতিবাদে SFI-DYFI, বর্ধমানেও পুলিশ-বিক্ষোভকারী বচসা

আরজিকর কাণ্ডের প্রতিবাদে SFI-DYFI, বর্ধমানেও পুলিশ-বিক্ষোভকারী বচসা 

Burdwan news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

শুধু কি আরজি করেই পুলিশের হাতে আক্রান্ত বিক্ষোভকারিরা। না।আর্জিকরের পরেই বর্ধমানেও পুলিশের ক্ষোভের মুখে এস এফ আই, ডি ওয়াই এফ আই এর বিক্ষোভ কারীরা। তাও আবার শান্তি প্রিয় বিক্ষোভের পর,পুলিশের কাছে হেনস্থা হতে হলো বিক্ষোভকারীদের।এমনই দাবি এস এফ আই, ডি ওয়াই এফ আই এর বিক্ষোভ কারিদের।

কি বলছেন বিক্ষোভকারীরা?


আরজি করে মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা বাংলা। দোষীদের শাস্তির দাবিতে গোটা বাংলার পাশাপাশি পূর্ব বর্ধমানেও বিক্ষোভ সমাবেশে সামিল হয় এসএফআই, ডিওয়াইএফআই। শনিবার সন্ধ্যায় বর্ধমান পার্কাস রোডে বিক্ষোভ সমাবেশে করে এসএফএই, ডিওয়াইএফআই। আর এসএফআই, ডিওয়াইএফআই এর বিক্ষোভ চলাকালীন এক ব্যাক্তির সাথে বচসা বাধে বিক্ষোভকারীদের। 


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সেখানেই পুলিশের সাথে বিক্ষোভ কারিদের বচসা বাঁধে।বচসার পরই ধস্তাধস্তিও শুরু হয় পুলিশের সাথে।এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা পার্কাস রোড এলাকা।এস এফ আই, বিওয়াইএফআই এর দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার ফলে ব্যাপক যানযটে আটকে পরে যান চলাচল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code