R G Kar এর ঘটনার পর পাল্টে গেলো কোচবিহার এম জে এন মেডিকেল কলেজের একাধিক নিয়ম
কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের (Coochbehar MJN Hospita) নতুন নিয়মাবলী নিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এক প্রেস বার্তায় জানিয়েছেন- আমরা মাঝেমধ্যেই নিরাপত্তা সংক্রান্ত মিটিং করে থাকি। আমরা গত পরশু এবং গতকাল, দুইদিন ধরে পুলিস কর্তাদের সাথে এবং আমাদের মেডিকেল কলেজের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছি। সেই বৈঠকে হাসপাতালের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।"
নতুন নির্দেশিকা অনুসারে, এখন থেকে -
১. নির্দিষ্ট ভিজিটিং আওয়ার ছাড়া রোগীর আত্মীয়রা হাসপাতালে ঢুকবেন না।
২. পুরুষ ওয়ার্ডে মহিলা ও মহিলা ওয়ার্ডে পুরুষ কোনও ভাবেই প্রবেশ করএন করবেন না।
৩. শিশু ওয়ার্ডে শুধু মাত্র মায়েরা থাকতে পারবেন।
৪. হাসপাতাল ক্যাম্পাসে ব্রেথ এনালাইজার টেষ্ট করার জন্য পুলিসকে বলা হয়েছে। হাসপাতাল কর্মী সহ সকলকেই পরীক্ষা করার কথা বলা হয়েছে।
৫. সন্ধ্যার পর হাসপাতাল চত্বুরে অবৈধ পার্কিং বন্ধ করা হবে।
৬. হাসপাতালের দেওয়া নির্দিষ্ট স্টিকার লাগানো গাড়িই ভেতরে ঢুকতে দেওয়া হবে।
৭. হাসপাতালের ভিতরে থাকা পুলিস ফাঁড়িকে আরও শক্তিশালী করা ও পুলিসি নজরদারি বাড়ানো।
৮. পুরুষ ও মহিলা ডিউটি রুমকে চিহ্নিত করে সাইনেজ লাগানো হবে।
৯. সিনিয়রদের ফ্লোরে থেকে ডিউটি করতে হবে।
১০. সিসিটিভি ব্যবস্থাকে আরও জোড়দার করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊