মর্মান্তিক ! ভাইয়ের ঘুষিতে দাদার মৃত্যু

hospital
হাসপাতালে মৃত দাদা



ভাইয়ের ঘুষিতে দাদার মৃত্যু। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাবাড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম আব্দুল কাদের। বয়স ৬১ বছর। অভিযুক্ত ভাইয়ের নাম আব্দুল গনি। তারা সম্পর্কে কাকাতো ও জ্যাঠতুতো ভাই।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তির একই এলাকায় চা বাগান রয়েছে। শনিবার ওই চা বাগানে যাওয়ার রাস্তা নিয়ে গন্ডগোলের সূত্রপাত।

মৃতের স্ত্রী সাজেদা খাতুন বলেন, আমাদের চা বাগানের গেট দিয়ে আব্দুল গনি নিজের চা বাগানে যাতায়াত করে। কিন্তু গেট খুলে গেলেও বন্ধ করে না। প্রতিদিন এভাবে গেট খুলে রাখায় গরু-ছাগল ঢুকে চা বাগানের ক্ষতি করে দেয়। এই নিয়ে আব্দুল গনির দাদা মনিরুল হকের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল। সে সময় আব্দুল গনি হঠাৎ আমার মাথায় আঘাত করে। এরপর আমার স্বামীকে প্রথমে ছাতি দিয়ে মারধর করে এবং পরে বুকে ঘুসি মারলে স্বামী জলের মধ্যে পড়ে যায়। সেখান থেকে অচৈতন্য অবস্থায় স্বামীকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ীর এক বেসরকারি হাসপাতাল এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা স্বামীকে মৃত বলে ঘোষণা করেন। আমি অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে পুলিশের কাছে অভিযোগ জানাবো। ‌