'পুলিশ তুমি যতই মারো-এই প্রতিবাদ বাড়বে আরো'- প্রতিবাদে গর্জে উঠলো শহর জলপাইগুড়ি




গতকাল জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে সরকারি অনুষ্ঠান বয়কট ও আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদ জানানোয় জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে পুলিশ এরেস্ট করে। সেই ঘটনার প্রতিবাদে ও আরজি করের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবীতে জলপাইগুড়ি শহর নাগরিক সমাজ জমায়েত ও মৌনমিছিলের আয়োজন করেছিল। সেই মিছিলে শহরের শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরাও সমানভাবে পা মেলান।


ডার্বি ম্যাচ বাতিলের বিরুদ্ধেও কিছু প্রতিবাদী সমর্থক ইস্টেবেঙ্গল- মোহন বাগানের পক্ষ থেকে মিছিলের আয়োজন করেছিল। বৃষ্টিভেজা রাতে সবগুলি মিছিল মিলেমিশে একাকার হয়ে যায়। প্রতিবাদে গর্জে উঠে শহর জলপাইগুড়ি। সকলের মুখে দাবী একটাই- 'আরজি করের বিচার চাই'। এতগুলি মিছিলের সমবেত ও ইস্টেবেঙ্গল- মোহনবাগান সমর্থকদের মুখে একই দাবী শুনে ব্যবসায়ী সহ পথ চলতি মানুষের সাড়া ছিল চোখে পড়ার মতো।