বাঁশি নয় স্টেথোস্কোপের নিস্তব্ধতায় মিলে গেলো ফুটবল

EAST BENGAL MOHAN BAGAN

গলায় স্টেথোস্কোপের ঝোলানো মেয়েটি আর না ফিরলেও, জ্বলে ওঠা ক্রোধ, প্রতিবাদের আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার স্রোতে আজ মিলেমিশে একাকার লাল হলুদ, সবুজ মেরুন । এই মুহুর্তে ধীরে ধীরে শাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে জলপাইগুড়ি সহ সমগ্র বিশ্বের রাজপথের দখল নিচ্ছে ' মানবতা '।

তারই অঙ্গ হিসেবে রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ির রাজপথে ময়দানের প্রতিদ্বন্দিতা ভুলে হাতে হাত রেখে আর জি কর কাণ্ডের আসল অপরাধীদের বিচার চেয়ে পা মেলালো পশ্চিমবঙ্গের চির প্রতিদ্বন্দ্বী দুই ফুটবল ক্লাব।

এদিন আর জি কর কাণ্ডের প্রতিবাদে শহরের ইস্টবেঙ্গল সরণী এবং মোহনবাগান সরণী থেকে চির প্রতিদ্বন্দ্বী দুই ফুটবল ক্লাবের যৌথ প্রতিবাদ মিছিল যেন আরও অনেকটাই বাড়িয়ে দিলো গলায় স্টেথোস্কোপের ঝোলানো মেয়েটির অকালে না ফেরায় দেশে ঠেলে দেবার প্রতিবাদে জ্বলে ওঠা মানবতার আগ্নেয়গিরি থেকে ছিটকে বেড়িয়ে আসা উতপ্ত লাভার স্রোতটাকে।