ফের মোমবাতি জ্বালিয়ে রাত দখল কর্মসূচি প্রাক্তনীদের

Burdwan news


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-

ফের বর্ধমান শহরের কার্জন গেটের সামনে মোমবাতি জ্বালিয়ে রাত দখল কর্মসূচি প্রাক্তনীদের। আরজিকরে ত্রিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবিতে। গত ১৪ই আগস্ট গোটা দেশজুড়ে পালিত হয় মহিলাদের রাত দখল কর্মসূচি। ওইদিনে মহিলাদের রাত দখল কর্মসূচিতে বর্ধমান কার্জন গেটের সামনে মহিলাদের পাশাপাশি পুরুষরাও অংশগ্রহণ করেন মহিলাদের রাত দখল কর্মসূচিতে।




একি দাবিতে ফের আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কার্জন গেটের সামনে জ্বলন্ত মোম বাতি হাতে নিয়ে রাত দখল কর্মসূচি পালন করলেন প্রাক্তনীরা। এদিনের রাত দখল কর্মসূচিতে প্রায় এক হাজার পুরুষ মহিলা অংশগ্রহণ করেন।তারা হতে জ্বলন্ত মোমবাতি নিয়ে তিলোত্তমার উদ্দেশ্যে হাজারো কন্ঠে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গানটি‌ পরিবেশন করেন।


কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষন ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত করছে সিবিআই। এই ঘটনায় আগেই একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে এবার একসঙ্গে সাত জনকে পলিগ্রাফ টেস্ট করবে সিবিআই। এদিকে সুপ্রিমকোর্ট আরজি কর মামলাৎ স্বতঃপ্রণোদিতভাবে গ্রহন করেছে। এখন দেখার শেষমেষ কি রহস্য উদঘাটন হয় আর দোষীরা শাস্তি পায় কিনা।