পুজোর আগে বড়সড় সুখবর, পেনশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের
পুজোর আগে বড়সড় সুখবর শোনালো কেন্দ্রীয় সরকার। নতুন পেনশন স্কিম (New Pension Scheme) নিয়ে অ-বিজেপি শাসিত রাজ্যগুলির প্রতিবাদের আবহেই ইউনিয়ন পেনশন স্কিম (Union Pension Scheme) চালু করল মোদি সরকার। আগামী বছর পয়লা এপ্রিল থেকে পেনশন স্কিম চালু করছে কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা UPS-এর অনুমোদন দিয়েছে। যে স্কিমের লক্ষ্য সরকারি কর্মীদের Assured Pension, Assured Family Pension ও Assured Minimum Pension-এর ব্যবস্থা করা। কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ঘোষণা করেন, "এই স্কিমের জেরে উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী।" কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বলেন, 'কেন্দ্রীয় সরকারি কিছু কর্মী আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁরা বৈঠকে UPS-এর সঙ্গে ছিলেন। '
কি কি সুবিধা এই স্কিমে?
1. Assured Pension - এই স্কিমে সরকারি কর্মীদের অবসরের আগের ১২ মাস গড় বেসিক স্যালারির ৫০ শতাংশ পেনশন হিসাবে নিশ্চিত করা হবে। যাঁরা কর্মজীবনে ন্যূনতম ২৫ বছর অতিক্রম করে ফেলেছেন তাঁরা এই সুবিধা পাবেন।
2. Assured Family Pension: মৃত্যু হলে, পেনশনভুক্তের পরিবার শেষ যে পেনশন তোলা হয়েছে সেই পরিমাণের ৬০ শতাংশ পাবে।
3. Assured Minimum Pension: কেন্দ্রীয় সরকারের যেসব কর্মী ন্যূনতম ১০ বছর কাজ করেছেন তাঁদের অবসরের পর প্রতি মাসে ১০ হাজার টাকা করে পেনশন নিশ্চিত করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊