Latest News

6/recent/ticker-posts

Ad Code

আদিবাসী তরুণীকে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করলো পুলিশ

আদিবাসী তরুণীকে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করলো পুলিশ 

Burdwan news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

বর্ধমানে কিশোরী খুনের ঘটনায় পাঁশকুড়া থেকে এক যুবককে গ্ৰেফতার করলো বর্ধমানে থানার পুলিশ। ধৃতকে আজ আদালতে তোলা হলে 10 দিনের রিমাইন্ডে নেওয়ার আবেদন করবেন জেলা পুলিশ।

একদিকে আরজিকরের ঘটনায় উত্তাল গোটা দেশ।আর এরি মধ্যে গত 14ই আগষ্ট বর্ধমানে নাদুরে এক আদিবাসী যুবতী খুনের ঘটনা ঘটে।এই ঘটনার 10 দিনের মাথায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে ধরা হয় অজয় টুডু নামে এক যুবককে।আজ তাকে আদালতে তোলা হলে 10 দিনের রিমাইন্ডে নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।


এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার আমনদীপ বলেন দুজনই ব্যাঙ্গালোরে একটি সপিং মলে কাজ করতো।বেশ কয়েক বছর ধরে কিশোরী সাথে সম্পর্ক ছিলো ডেবরার ওই যুবকের।গত কয়েক মাস ধের সম্পর্ক বিচ্ছিন্নর বিষয়ে দুজনার মধ্যে একটি মনোমালিন্য দেখা দেয়।গত 12ই আগষ্ট ব্যাঙ্গালোরে থেকে যুবক যুবতী দুজনা একসাথে বর্ধমানে আসে।গত 12 তারিখ থেকে বর্ধমানেই থাকে যুবক।এর পর গত 14তারিখ রাতে কিশোরী যখন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে বের হয় সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই কিশোরীকে খুন করে বলে পুলিশ সূত্রে জানা যায়।


খুনিকে গ্ৰেফতারের দাবীতে আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে থানা ঘেরাও থেকে জাতীয় সড়ক অবরোধও করা হয়। এর পাশাপাশি কিশোরী খুনের ঘটনায় দোষীদের গ্ৰেফতার ও শাস্তির দাবিতে সরব হন রাজনীতি থেকে অরাজনৈতিক ব্যক্তিরা। 


পুলিশ সুপার বলেন  পাঁশকুড়া থেকে গ্ৰেফতার করা হয়েছে।  তাকে আদালতে তোলা হলে 10 দিনের রিমাইন্ডে নেওয়ার আবেদন জানাবেন জেলা পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code