স্বাধীনতা দিবস উদযাপন বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের NSS Unit এর

Independence Day Celebration of Basantirhat Kumudini High School NSS Unit


সারা দেশের সাথে সাথে আজ বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প শাখার পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একাধিক কর্মসূচী পালন করা হয়। সকাল ৭ টা ৪০ মিনিটে প্রভাতফেরী অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গন থেকে। প্রভাতফেরীর শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী দীপক বর্মন।


এদিনের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক মিহির সরকার, সমাজসেবী উত্তম বর্মন, শিক্ষক সুভাষ বর্মন, শিক্ষক ভবেশ চন্দ্র সরকার সহ আরও অনেকেই।


প্রভাতফেরীতে বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক ছাড়াও বিদ্যালয়ের অন্যান্য ছাত্র-ছাত্রী, প্রাক্তনীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে । প্রায় ২ শতাধিক ছাত্রছাত্রী সহ বর্ণাঢ্য প্রভাতফেরী বাজার এলাকা পরিক্রমা করা দত্তক গ্রাম ছোটশাকদলে জমায়েত হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এদিন ছোটশাকদল গ্রামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করে জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবকরা।

Independence Day Celebration of Basantirhat Kumudini High School NSS Unit

এরপর বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় সেবা প্রকল্পের সদস্যদের মধ্যে এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছেলেদের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয় জাতীয় সেবা প্রকল্পের ২০২৩ ব্যাচ। মেয়েদের ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

Independence Day Celebration of Basantirhat Kumudini High School NSS Unit

অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারী সকল ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার ও শংসাপত্র তুলে দেন বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস দেব। তিনি জানান- 'এভাবে আমাদের ছাত্রছাত্রীরা খেলাধূলার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক ভাবে দৃঢ় করে তুলবে, যা সমাজ ও দেশের পক্ষে কল্যানকর ভূমিকা নেবে।'

Independence Day Celebration of Basantirhat Kumudini High School NSS Unit

জাতীয় সেবা প্রকল্প শাখার প্রোগ্রাম অফিসার সম্রাট দাস জানান- বর্তমান ও প্রাক্তন স্বেচ্ছাসেবক ও অন্যান্য ছাত্রছাত্রী মিলে প্রায় ২৪০ জনের মতন প্রভাতফেরীতে যোগ দেয়। গ্রামবাসীদের মধ্যে আজকের অনুষ্ঠান ব্যাপক সাড়া ফেলেছে। তাদের উপস্থিতিও লক্ষ্য করবার মতন ছিলো।