জলসা নয়, বিচার চাই ! রাজ্য সরকারের সঙ্গীত অনুষ্ঠান বয়কটের ডাক দিয়ে গ্রেপ্তার ৭
রাজ্য তথা দেশ শোকে মূহ্যমান, এমন সময় জলপাইগুড়িতে রাজ্যে সরকারের সংগীতের অনুষ্ঠান বয়কট করে গ্রেফতার ৭ ।
আর জি কর কাণ্ডের জেরে শনিবার ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের ডাকে দেশ ব্যাপী চলছে চিকিৎসকদের কর্মবিরতি।
শনিবার দিনেও আর জি কর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অপরাধীদের গ্রেফতারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে শোক, প্রতিবাদ।
ঠিক সেই সময় রাজ্যে সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যাবস্থাপনায় শনিবার থেকে শহরের সরোজেন্দ্র দেব রায়কত কলা কেন্দ্রে বসতে চলেছে কলকাতার নামিদামি সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে ' শ্রদ্ধাঞ্জলি ' নামক দুদিন ব্যাপী সঙ্গীতের আসর।
আর জি কর কাণ্ডের পর থেকেই নির্ধারিত এই সঙ্গীত আসর নিয়ে কানাঘুষো চলছিলো উত্তরের অন্যতম সংস্কৃতির পীঠ স্থান জলপাইগুড়িতে।
অবশেষে এদিন সাধারণ মানুষের বর্তমান মানসিক অবস্থার বিচার করে, এই মুহূর্তে এমন সংগীতের আসরকে তীব্র কটাক্ষ করলেন বিগত লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী পেশায় শিক্ষক দেবরাজ বর্মন।
এই প্রসঙ্গে তিনি জানান, মানুষের সুস্থ্য মানসিক বিকাশ এবং আনন্দের জন্য সঙ্গীতের অবদান অনেকটাই, তবে এই মুহূর্তে যখন জেলা, রাজ্যে, দেস, জুড়ে আর জি কর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষনের ঘটনা নিয়ে আমজনতা শোকাহত সেই সময় এমন সঙ্গীতের আসর বাংলার রুচির পরিপন্থী।
অপরদিকে এই অনুষ্ঠান বয়কটের আহ্বান জানিয়ে আর্ট গ্যালারি এলাকায় জড়ো হন জলপাইগুড়ি শহরের বেশকিছু সাংস্কৃতিক কর্মী। তাদের দাবী ছিলো জলসা নয় বিচার চাই। এরপরেই পুলিশ তাদের আটক করলে ছড়িয়ে পরে উত্তেজনা। সমগ্র আর্ট গ্যালারি এলাকায় মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊