মহিলাদের নিরাপত্তায় ১৭ দফা নির্দেশিকা নবান্নের, নাইট ডিউটি নিয়েও ভাবনা
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষন ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। এই পরিস্থিতিতে দোষীদের বিচারের দাবিতে পথে নেমেছে সব দল। এর মাঝেই আজ নবান্নের তরফে ১৭ দফা নির্দেশিকা জারি করা হয়েছে মহিলা কর্মীদের জন্য। কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে রাত্রী সাথী প্রকল্পে একাধিক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় রাতের কর্মস্থলে মহিলাদের নিরাপত্তায় মূলত ১০টি এবং অতিরিক্ত সাতটি অর্থাৎ মোট ১৭টি পদক্ষেপের কথা জানান।
'রাত্রী সাথী' প্রকল্পের সুবিধা:
১) রাজ্যের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ, বিভিন্ন হস্টেল-সহ বিভিন্ন জায়গায় মহিলা কর্মজীবীদের জন্য আলাদা শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা করা হচ্ছে।
২) মহিলা কর্মজীবীদের নিরাপত্তার জন্য রাতে কর্মস্থলে রাখা হবে 'রাত্রী সাথী' নামে বিশেষ মহিলা স্বেচ্ছাসেবক।
৩) প্রতিটি কর্মস্থল সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনা হচ্ছে। ২৪ ঘন্টা ধরে চলবে বিশেষ নজরদারি।
৪) চালু করা হচ্ছে বিশেষ সঙ্কেতযুক্ত বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন। প্রতিটি মহিলা কর্মজীবীর ফোনে ওই মোবাইল অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক করা হচ্ছে। মোবাইল অ্যাপের সঙ্গে স্থানীয় থানার যোগাযোগ থাকবে।
৫) মহিলা কর্মজীবীদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু হচ্ছে। আপাতত ১০০ ও ১০২ নম্বর।
৬) জেলা হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে বিশেষ নিরাপত্তা। হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে ঢোকা প্রত্যেকেরই শ্বাস পরীক্ষা করা হবে। অর্থাৎ কেউ মদ্যপ অবস্থায় রয়েছেন কিনা, তা দেখা হবে।
৭) মহিলা কর্মজীবীদের যৌন নির্যাসতন রুখতে প্রতিটি হাসপাতাল, মেডিকেল কলেজ-সহ বিভিন্ন অফিসে বিশাখা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
৮) হাসপাতাল-মেডিকেল কলেজ সহ বিভিন্ন অফিসে মহিলাদের রাতের ডিউটিতে বিশেষ নজর। যাতে মহিলা কর্মজীবীর সঙ্গে তাঁর পরিচিত কিংবা কোনও মহিলা সঙ্গিনীকে ডিউটি দেওয়া হয় তার উপরে বিশেষ জোর দিতে বলা হয়েছে।
৯) বেসরকারি সংস্থাগুলিকেও 'রাত্রী সাথী' প্রকল্প কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে।
১০) প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল, মহিলা হস্টেলে রাত ভর চলবে বিশেষ পুলিশ পেট্রলিং।
১১) মেডিকেল কলেজ হাসপাতালে এখন থেকে চিকিৎসক-সহ প্রতিটি কর্মীর সচিত্র পরিচয়পত্র থাকতে হবে।
১২) নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং হাসপাতালগুলিতে নিরাপত্তা আধিকারিক নিযুক্ত করা হচ্ছে।
১৩) কোনও মহিলা চিকিৎসক কিংবা কর্মীকে একটানা ১২ ঘন্টার বেশি ডিউটি দেওয়া যাবে না।
১৪) সম্ভব হলে মহিলাদের নাইট ডিউটি থেকে বাদ দেওয়া হবে।
১৫) পুরুষদের পাশাপাশি মহিলা নিরাপত্তার ব্যবস্থা করার কথা।
১৬) সব হাসপাতালের প্রতি তলায় পানীয় জলের ব্যবস্থা।
১৭) মেয়েদের কর্মস্থলে যৌন হেনস্থা রুখতে বিশাখা কমিটি সক্রিয় করতে জোর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊